আমাদের আজকের আয়োজন নামাজের সূরা ও দোয়া অডিও সহ। আপনারা এই অ্যাপটির মাধ্যমে নামাজের সকল সূরা অডিও সহ শুনতে পারবেন। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ বা সালাত । নামাজ একটি ফরজ ইবাদত। মহান আল্লাহকে রাজি খুশি করতে আমাদের অবশ্যই নামাজ আদায় করতে হবে। যে লোক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মহান আল্লাহ তাআলার রহমত তার উপর সবচেয়ে বেশি থাকে। তাই মুসলিম হিসেবে আমাদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত।নামাজ আদায় করতে প্রয়োজন নামাজের সূরা। তাই নামাজের সূরাগুলো আমাদের সহিহ সুদ্ধভাবে শিখতে হবে।কারন নামাজে সূরা সুদ্ধভাবে পাঠ না করলে সহিশুদ্ধ হবেনা ।তাই নামাজের সকল সূরা গুলো আপনারা যাতে সহিহ সুদ্ধভাবে শিখতে পারেন সেজন্যই আমাদের অ্যাপটিতে নামাজের সকল সূরা গুলো অডিও সহ অর্ন্তভূক্ত করেছি। আশা করি আমাদের অ্যাপটি আপনাদের ভালো লাগবে। আমাদের অ্যাপটি ভালো লাগলে ৫স্টার দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন।ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।